ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
নলডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে থানা ভবনের পাশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রইস উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা কমান্ডার তনছের আলী প্রমুখ।

নলডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চারতলাবিশিষ্ট ভবনের নির্মাণ কাজে মোট ২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় হবে।  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে নাটোরের মীর হাবিবুল আলম অ্যান্ড মেসার্স ইসলাম কনস্ট্রাকশন (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পেয়েছেন।   

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।