ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, ফেব্রুয়ারি ২৪, ২০২০
বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশাল: বরিশালের মুলাদি উপজেলায় বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে বাবু মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাবু মোল্লা উপজেলার চরকালেখা গ্রামের হাবিব মোল্লার ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি বাবু মোল্লা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে কিশোরীকে বিয়ের প্রলোভনে কুপ্রস্তাব দিয়ে আসছিলো বাবু মোল্লা। ২০১২ সালের ২৩ মার্চ কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজী নিয়ে গিয়ে মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক করে। পরে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে। ওই বছরের ৬ আগস্ট কিশোরী বিয়ের কাবিননামা রেজিস্টার করার জন্য বললে বিয়ের কথা অস্বীকার করে বাবু। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে মুলাদি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালিন উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র শীল। মামলায় ১১ জনের মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ