ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভেঙে পড়লো রাসিক মেয়র লিটনের সংবর্ধনা মঞ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, ফেব্রুয়ারি ২১, ২০২০
ভেঙে পড়লো রাসিক মেয়র লিটনের সংবর্ধনা মঞ্চ মেয়র লিটনকে তুলছেন কর্মীরা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সমাবেশের মঞ্চ ভেঙে গেলে তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা কর্মীরা তাদের রক্ষা করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একনেকের সভায় প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার।

এজন্য মেয়র হিসাবে লিটনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে নগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার বড়মসজিদের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীরা যখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে মেতে ওঠেন, তখন মঞ্চটি ভেঙে যায়। এ সময় লিটন পড়ে যেতে লাগলে দলীয় কর্মীরা তাকে ধরে রক্ষা করেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা সাংবাদিকদের জানান, বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী একসঙ্গে মঞ্চে  উঠে গেলে মঞ্চটি ভেঙে যায়।

এ সময় মেয়র পড়ে যেতে লাগলে কর্মীরা ধরে ফেলেন। তবে তিনি বাম পায়ে আঘাত পেয়েছেন বলেও জানান আওয়ামী লীগ নেতা বাদশা।

বাংলাদে সময়: ০৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।