ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় নিয়ন্ত্রণহীন ভ্যাকুর চাপায় নিহত ১, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ফেব্রুয়ারি ১৯, ২০২০
কুমিল্লায় নিয়ন্ত্রণহীন ভ্যাকুর চাপায় নিহত ১, আহত ৫

কুমিল্লা: কুমিল্লায় রেলওয়েতে কাজ করার সময় একটি ভ্যাকু নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের পাশে ভ্রাম্যমাণ এক তরকারির দোকানে আঘাত করলে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা নগরীর অশোকতলা রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদা বেগম (৫৫) অশোকতলার বাসিন্দা খোরশেদ আলমের স্ত্রী।

স্থানীয়রা জানান, রেলওয়েতে কাজ করা ম্যাক্স কোম্পানির একটি ভ্যাকু নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে পশ্চিমপাশে নির্মাণাধীন রেললাইনের পাশে ভ্রাম্যমাণ এক তরকারির দোকানে আঘাত করে। এ সময় তরকারি দোকানের পাশে দাঁড়িয়ে থাকা শাহিদা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া তরকারি দোকানদান নাসিরসহ আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার বিষয়ে ম্যাক্স কোম্পানির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক, জিআরপি রেলওয়ের ইনচার্জ মেজবাউল হক ও কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ভ্যাকু চালককে আটক করেন এবং ভ্যাকু জব্দ করে কোতয়ালী থানায় পাঠান। মরদেহের  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।