ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলাকেটে হত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকায় রাশিদা খানম নাজমা (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। রাশিদা খানম নাজমা ওই মহল্লার প্রয়াত মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক মাস্টারের স্ত্রী।

তিনি সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের অবসরপ্রাপ্ত মাঠকর্মী।

সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানান, সকালে নিহতের মরদেহ উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়ন পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।