ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বোচাগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক কাউন্সিলর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
বোচাগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক কাউন্সিলর নিহত ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুই দল মাদক চোরাকারবারীর মধ্যে ‘গুলিবিনিময়ের’ ঘটনা ঘটেছে। এতে বহু মামলার আসামি ও সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী (৫৫) নিহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার হাটরামপুর বাজারের পাশের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুইটি অবিস্ফোরিত ককটেল, দুইটি লোহার হাসুয়া, দুইটি জিপারে ২শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত আইয়ুব আলী উপজেলার রেল কলোনী এলাকার বাসিন্দা।

দিনাজপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার হাটরামপুরের শালবাগান এলাকায় বিশেষ অভিযানে যায়। এ সময় তারা শালবাগানের ভেতরে গুলির শব্দ পেয়ে সেখানে উপস্থিতি হয় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে শালবাগানের মাঝখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত আইয়ুর একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারী।

এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।