ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশে ফিরেছেন ভারতে কারাভোগ করা ৮ বাংলাদেশি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
দেশে ফিরেছেন ভারতে কারাভোগ করা ৮ বাংলাদেশি 

বেনাপোল: বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি যুবক চারবছর কারাভোগের পর দেশে ফিরেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ফেরত আসা আট যুবক হলেন- নোয়াখালী জেলার আব্দুল সাত্তারের ছেলে ফজলুর রহমান (২৬), আকবরের ছেলে ইমরান (৩০), হানিফের ছেলে আক্তার হোসেন (২৮), জাফর আহমেদের ছেলে আজাদ হোসেন (২৫), আহাম্মেদ শেখের ছেলে নাছির উদ্দিন (৩৩), চাঁদপুর জেলার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম (২৭), লক্ষীপুর জেলার আমির হোসেনের ছেলে রুবেল হোসেন (২৭), ফেনী জেলার শামছুল হকের ছেলে দুলাল হোসেন (৩৫)।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভন দেওয়ায় দালালের খপ্পরে পড়ে ৪ বছর আগে এই আট যুবক ভারতে পাড়ি জমায়।

সেখানে তারা দিল্লিতে কাজ করার সময় ভারতীয় পুলিশের কাছে আটক হয়।  

এরপর তারা দিল্লির একটি জেলে ৪ বছর আটক ছিলেন। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় তাদের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ফেরত আসা আট যুবকের অভিবাসন সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান  জানান, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।