ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফুলবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, ফেব্রুয়ারি ১৪, ২০২০
ফুলবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩ দোকান

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৫ মিনিটে উপজেলার বোরকা ইউনিয়নের বদ্দিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে কেউ ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে তিনটি দোকান পুড়ে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফায়ারম্যান মোখলেছুর জামান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা,ফেব্রুয়ারি ১৪,২০২০
একে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।