ঢাকা, রবিবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ মে ২০২৪, ১৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাম্প্রতিক দেশকালের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
সাম্প্রতিক দেশকালের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: কেক কাটা, আলোচনা সভা, আনন্দ-আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে সাম্প্রতিক দেশকাল কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।  

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক দেশকাল আমি নিয়মিত পড়ি।

বাংলাদেশে আরও অনেক পত্রিকা আছে। অন্য পত্রিকার সঙ্গে এ পত্রিকার একটা পার্থক্য আছে। অন্য পত্রিকা নিরপেক্ষ নয়, সাম্প্রতিক দেশকাল নিরপেক্ষ। এটিই হলো সাম্প্রতিক দেশকালের বৈশিষ্ট্য।

শিক্ষাবিদ সলিমুল্লাহ খান বলেন, বাংলা একাডেমিসহ অন্যরা বাংলা বানান রীতি নিয়ে যে অত্যাচার চালাচ্ছে। সে অত্যাচার বন্ধে সাম্প্রতিক দেশকালকে ভূমিকা রাখতে হবে।  

সাম্প্রতিক দেশকালের প্রকাশকের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে নাসের শাহরিয়ার জাহেদী বলেন, সাম্প্রতিক দেশকাল সৃজনশীল ও ভালো লেখা গুরুত্ব দিয়ে ছাপতে চায়। পত্রিকাটির প্রচার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এটি বড় কৃতিত্ব।

সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ স্বাগত বক্তব্যে বলেন, একটি সমৃদ্ধ ও অগ্রসরমান দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনই সাম্প্রতিক দেশকাল প্রকাশনার অন্যতম লক্ষ্য। আমরা সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবাধিকার সংরক্ষণের সংগ্রামে সহযোগী হতে দৃঢ় প্রতিজ্ঞ, দুর্নীতি ও অন্যায় প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আমাদের চারপাশেই তরুণ অনেক লেখক আছেন, যাদের লেখার জায়গা একেবারেই সঙ্কুচিত। তাদের কচি হাতের লেখাগুলো ছাপার অক্ষরে পরিণত করেছি। প্রবীণদের পাশাপাশি আমাদের পাতায় পাতায় গুরুত্ব পেয়েছেন তরুণ লেখকরা। আমরা জন্ম দিয়েছি অসংখ্য নতুন কুঁড়ির। আগামী দিনগুলোতে তারা ফুল, ফল, সৌরভ ও সৌন্দর্য ছড়াতে থাকবে, আমরা নিশ্চিত। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে সামনে রেখে আমাদের দায়িত্ব এসব কুঁড়ির যত্ন নেওয়া এবং আরও নতুন কুঁড়ির জন্ম দেওয়া। তাইতো আমরা সাম্প্রতিক দেশকালকে নবীন-প্রবীণ লেখকদের মিলনকেন্দ্রে পরিণত করার চেষ্টা করছি। আমরা নিরন্তর পুননির্মাণের চেষ্টা করছি, নতুনের সংযোজনে পৌনঃপুনিকতার একঘেয়েমির হাত থেকে পাঠক ও শ্রোতাদের পরিত্রাণ দেওয়ার চেষ্টা করছি, ধীরে ধীরে তা স্পষ্ট, দৃষ্টিগ্রাহ্য হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিদ্যুৎ বিশেষজ্ঞ ও পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমাতুল্লাহ, নাট্যকর্মী ও লেখক ফ্লোরা সরকার, কথা সাহিত্যিক আন্দালিব রাশদী, রাজনৈতিক বিশ্লেষক রইস উদ্দিন আরিফ, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গবেষক হেলাল মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad