ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নলছিটিতে ছাত্রী উত্যক্তকারীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, ফেব্রুয়ারি ৫, ২০২০
নলছিটিতে ছাত্রী উত্যক্তকারীর কারাদণ্ড নলছিটিতে ছাত্রী উত্যক্তকারীর কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রীকে উত্যক্তকারী এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের আদালত এ দণ্ড দেয়।

দণ্ডিত যুবক মাসুম হাওলাদার ওই উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।

সূত্রে জানা গেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিলো ওই যুবক।

গত রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীটির বাড়িতে গিয়েও উত্যক্ত করে মাসুম। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটে মাসুম পালিয়ে যায়।

মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএস/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।