ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিদ্যুতের অবৈধ সংযোগ, ৬ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
বিদ্যুতের অবৈধ সংযোগ, ৬ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সাকিব রাইস মিলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া পল্লি বিদ্যুত সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ভেড়ামারা) এবিএম মিজানুর রহমান ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফের নেতৃত্বে ভেড়ামারা পৌর এলাকার জিকে ৩ নম্বর ব্রিজ এলাকার সাকিব রাইস মিলে এ অভিযান চালায়।

এবিএম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছে।

মোট তিনটি মিটার থেকে ১৮টি অবৈধ পয়েন্ট দেখা যায়। পয়েন্টের মাধ্যমে অটো চার্জ দেওয়া হচ্ছিল।

এসময় বাড়ির মালিক শিশির আহাম্মেদ পলাতক ছিল। আবাসিক মিটার থেকে সাকিব রাইস মিলে অবৈধ্য বিদ্যুৎ ব্যবহার করায় ৬ লাখ ৮৫ হাজার ৭৫১ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।