ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ২ শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, জানুয়ারি ১৯, ২০২০
ঝিনাইদহে ২ শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহন থেকে দুই শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) শহরের বিভিন্ন সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে হর্নগুলো জব্দ করা হয়।

ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দ দূষণ দূর করতে রোববার শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে পুলিশ।

এসময় বিভিন্ন চেকপোস্টে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহন থেকে দুই শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ ধরনের হর্ন যারা ব্যবহার করছেন এবং ভবিষ্যতে যারা করবেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।