ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩০০ কেজি জাটকাসহ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৬, জানুয়ারি ১৭, ২০২০
বরিশালে ৩০০ কেজি জাটকাসহ ব্যবসায়ী আটক জব্দ হওয়া জাটকা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে তিনশ কেজি জাটকাসহ অপু নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বরিশাল সদর উপজেলার দিনারের পোল এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় ভোলা থেকে যশোরগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসে তল্লাশি চালিয়ে ৩শ কেজি জাটকা জব্দ ও অপু নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত জানান, জাটকা উদ্ধারের ঘটনায় আটক এক ব্যবসায়ীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে, বাসটিতে যাত্রী থাকার কারণে সেটি ছেড়ে দিয়েছেন। আটক ব্যবসায়ীকে বরিশাল সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।