ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

মেঘনায় ডাকাতির চেষ্টাকালে ৪ দস্যু আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
মেঘনায় ডাকাতির চেষ্টাকালে ৪ দস্যু আটক

ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনায় ডাকাতির চেষ্টাকালে চার দস্যুকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জেলেরা।

বুধবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনার চরজহির উদ্দিন পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জেলে আহত হয়েছেন।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।  

আটক দস্যুরা হলেন- লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষী গ্রামের জামাল উদ্দিনের ছেলে শামীম (৩০), একই গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে ওসমান (২৫), চরগজারিয়া গ্রামের আব্দুর রশিদের সোহেল (২৮) ও চর আফজাল গ্রামের আবুল কালামের ছেলে দিদার উদ্দিন (২৮)। তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল জানান, ভোরে মেঘনার চর উদ্দিন পয়েন্টে মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় একদল দস্যু জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলে ডাকাতির চেষ্টা করে। তখন জেলেরা চিৎকার দিয়ে দস্যুদের ধরার চেষ্টা করলে দস্যুরা জেলেরা লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে জেলেরা চার দস্যুকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ বেলা ১১টার দিকে চার দস্যুকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। আহতদের চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।