ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২০, জানুয়ারি ৮, ২০২০
কালিহাতীতে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ফারুক মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নাগবাড়ি ইউনিয়নের ধল্লা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক উপজেলার ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ধল্লা এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে। এসময় ফারুককে চ্যালেঞ্জ করে তার কোমর থেকে দুই রাউন্ড গুলিভর্তি রিভলবার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ফারুক বঙ্গবন্ধু পেশাজীবী লীগের টাঙ্গাইল জেলা শাখার সদস্য।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ