ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, ডিসেম্বর ৫, ২০১৯
টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব, ট্যারিফ কমিশনে চেয়ারম্যান

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. নূর-উর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
 
অন্যদিকে, চাকরির মেয়াদ শেষ হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস আগামী ৯ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন।


 
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।