ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিল্প-সংস্কৃতির প্রসারে কাজ করছে কক্সবাজার বেতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৭, ডিসেম্বর ৪, ২০১৯
শিল্প-সংস্কৃতির প্রসারে কাজ করছে কক্সবাজার বেতার

কক্সবাজার: বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের কাছে তুলে ধরার পাশাপাশি এ অঞ্চলের শিল্প-সাহিত্য-সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কক্সবাজার বেতার। রোহিঙ্গাদের নিয়েও চলছে নিয়মিত সচেতনতামূলক অনুষ্ঠান। বেতারের শিল্পী-কলাকুশলীসহ সর্বস্তরের শিল্পীদের সহযোগিতায় কক্সবাজার বেতারকে এগিয়ে নিতে চাই। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বেতারের সম্মেলনকক্ষে আয়োজিত বেতারের নতুন আঞ্চলিক পরিচালককে ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার বেতারের নতুন দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মো. ফখরুল করিম একথা বলেন।  

অনুষ্ঠানে শিল্পী, যন্ত্রী ও কলাকুশলীরা নতুন দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান।

 

অনুষ্ঠানে কক্সবাজার বেতারের উপ-আঞ্চলিক প্রকৌশলী মো. রাশেদুল আজম সিকদার, বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, কবি কামাল বারি, কবি সিরাজুল হক সিরাজ, রেডিও অ্যানাউন্সারস ক্লাবের সভাপতি সাংবাদিক সুনীল বড়ুয়া, উপস্থাপক নাজমুল করিম জুয়েল, অধ্যাপক পরিক্ষীৎ বড়ুয়া, যন্ত্রশিল্পী বাবুল ইসলাম, আব্দুল বারি, আবু তালেব, ফরমান রেজা, অনিয়মিত শিল্পী কেংগ্রী রাখাইন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেতারের উপস্থাপক শামীম আকতার।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ