ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

অপহরণের ১৩ দিনপর নোয়াখালী থেকে মাদ্রাসাছাত্রী উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, নভেম্বর ২৯, ২০১৯
অপহরণের ১৩ দিনপর নোয়াখালী থেকে মাদ্রাসাছাত্রী উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়া থেকে অপহরণের ১৩ দিনপর এক মাদ্রাসাছাত্রীকে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম রাব্বী (২৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) গভীর রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেবপুর গ্রামের শাহাদাত হোসেনের বাড়ি থেকে ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার তরিকুল ইসলাম রাব্বী (২৬) নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার দেবপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বাংলানিউজকে জানান, ১৬ নভেম্বর বিকেলে আশুলিয়ার ভাদাইল বাজার এলাকা থেকে ওই মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় অপরহণ মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালায়। এক পর্যায়ে ওই মাদ্রাসাছাত্রীসহ অপহরণে জড়িত একজনকে গ্রেফতার করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।