ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘সেনাপ্রধানের মিয়ানমার সফরে আলোচনার নতুন দ্বার খুলবে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, নভেম্বর ২৭, ২০১৯
‘সেনাপ্রধানের মিয়ানমার সফরে আলোচনার নতুন দ্বার খুলবে’ সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মিয়ানমার সফরে গেলে আলোচনার নতুর দ্বার খুলবে। এটা আমাদের জন্য মঙ্গলের।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান নিয়ে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার আমাদের শত্রু রাষ্ট্র নয়। দেশটি আমাদের বন্ধু রাষ্ট্র। তাই আমাদের সেনাবাহিনী প্রধান মিয়ানমারে গেলে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার নতুন দ্বার খুলবে।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলেও যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।