ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢাকা: রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় মালেহা বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হাসনাত খন্দকার জানায়, মালেহা বেগম তেজকুনিপাড়া এলাকায় থাকতেন।

ওই এলাকাতে ভিক্ষাবৃত্তি করতেন। তিনি জামালপুর মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, সকালে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তেজকুনিপাড়া ফ্লাইওভারের নিচে এলে অটোরিকশার ধাক্কায় ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশাটি জব্দ ও চালক সিরাজকে আটক করা হয়েছে।

এছাড়া মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।