ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

পায়রায় নুডলস নিয়ে ঝগড়ায় স্বদেশির হাতে চীনা শ্রমিক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, নভেম্বর ১৭, ২০১৯
পায়রায় নুডলস নিয়ে ঝগড়ায় স্বদেশির হাতে চীনা শ্রমিক খুন

পটুয়াখালী: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে স্বদেশি সহকর্মীর ছুরিকাঘাতে সাং লিউ জুন (৩৫) নামে এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এতে অভিযুক্ত সং জিয়াংকে (৩০) আটক করেছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার রাতে নুডলস খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে সং জিয়াংয়ের ছুরিকাঘাতে সাং লিউ জুন খুন হন।  

তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।