ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে বিয়ের খাবার খেয়ে হাসপাতালে ৫০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, নভেম্বর ১৭, ২০১৯
মুন্সিগঞ্জে বিয়ের খাবার খেয়ে হাসপাতালে ৫০ জন

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নারী, পুরুষ ও শিশুসহ ৫০ জন। 

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রোববার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত পেটে ব্যথা ও বমি নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এরই মধ্যে একজন গর্ভবতী নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) একই গ্রামের আলী কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে দুপুরে খাবার খাওয়ার পর থেকে এ অসুস্থ হওয়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে।  

বাগেশ্বর দেওয়ানবাড়ী গ্রামের আসাবুদ্দিনের মেয়ে রুপা আক্তার ও একই উপজেলার পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের বিয়েতে এ ঘটনা ঘটে।  

মুন্সিগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বশাক বাংলানিউজকে বলেন, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে বমি ও পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসছেন রোগীরা। শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। অনেক এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বাড়িতে। রোগীদের মধ্যে একজন গর্ভবতী নারীর অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ