ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

আরব আমিরাত সফরে বিমান বাহিনী প্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২১, নভেম্বর ১৬, ২০১৯
আরব আমিরাত সফরে বিমান বাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

কমান্ডার অব দ্য এয়ারফোর্স অ্যান্ড এয়ার ডিফেন্স, ইউনাইটেড আরব এমিরেটসের আমন্ত্রণে শুক্রবার (১৫ নভেম্বর) তিনি স্ত্রী ও দুই সফরসঙ্গীসহ আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সফরকালে বিমান বাহিনী প্রধান দুবাইতে অনুষ্ঠেয় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারফোর্স কমান্ডারস কনফারেন্স ও দুবাই এয়ার শো-২০১৯ এ অংশগ্রহণ করবেন।

দুবাই ইন্টারন্যাশনাল এয়ার ফোর্স কমান্ডারস কনফারেন্সের মূল বিষয়বস্তু হলো- বির্ল্ডিং এ মোর অ্যাগাইল অ্যান্ড অ্যাডাপ্টিভ ফাইটিং ফোর্স: ব্যালেন্সিং দ্য হাই অ্যান্ড লো-টেক সলিউশন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য নতুন নতুন যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সরঞ্জাম সংযোজনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক আরও সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ