ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

 বেনাপোলে ৬টি সোনার বারসহ নারী আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, নভেম্বর ১৩, ২০১৯
 বেনাপোলে ৬টি সোনার বারসহ নারী আটক

বেনাপোল (যশোর): বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ছয়টি সোনার বারসহ মনিরা খাতুন (৪৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

মনিরা খাতুন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী।

বিজিবি জানায়, দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজিবি। পরে সন্দেহভাজন ওই নারীকে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

২১ ব্যাটালিয়ন বিজিবির দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মশিয়ার রহমান বাংলানিউজকে জানান, ওই নারীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।