ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ইটভাটার বিদ্যুৎ লাইনে জড়িয়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
নারায়ণগঞ্জে ইটভাটার বিদ্যুৎ লাইনে জড়িয়ে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ইটভাটার অপরিকল্পিত বিদ্যুৎ লাইনে জড়িয়ে মো. হান্নান (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কেওঢালা এলাকায় এ ঘটনা ঘটে।  হান্নান কিশোরগঞ্জ মিঠাবন উপজেলার কাজীরখোলা গ্রামের নবী নেওয়াজ মিয়ার ছেলে ও কেওঢালা এলাকার আব্দুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

এলাকাবাসী জানায়, শিশু হান্নানের মা পিয়ারা বেগম ইটভাটার শ্রমিকদের রান্না-বান্নার কাজ করেন। প্রতিদিনের মতো হান্নানকে ভাড়া বাসায় রেখে কাজে চলে যান তিনি। মঙ্গলবার দুপুর আড়াইটায় অন্য শিশুদের সঙ্গে খেলা করার এক পর্যায়ে পাশের আমির আলীর নির্মাণাধীন ভবনের ছাদে উঠে হান্নান। এসময় ওই এলাকার এসকেবি ব্রিকস ফিল্ডের ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে জড়িয়ে শরীরে আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে অপরিকল্পিতভাবে ইটভাটায় বিদ্যুৎ লাইন সংযোগ নেওয়ার কারণে শিশুর মৃত্যু হয় বলে ইটভাটার মালিক পক্ষকে দায়ি করছে এলাকাবাসী।

মদনপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ইমন বাংলানিউজকে জানান, পল্লী বিদ্যুতের গাফিলতি ও লাইন সরিয়ে নেওয়ার কাজ চলছিল ধীর গতিতে। যার কারণে নিস্পাপ শিশু হান্নানের মৃত্যু হয়েছে। তবে বিদ্যুৎ লাইন সরিয়ে নেওয়ার জন্য ভবন মালিক আমির আলী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ লাইন সরিয়ে নেওয়ার কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমআরপি/ইউবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।