ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

এসিড রাখার দায়ে এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, নভেম্বর ১২, ২০১৯
এসিড রাখার দায়ে এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল: টাঙ্গাইলে লাইসেন্স ছাড়া এসিড রাখার দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ রায় দেন। রায়ে দণ্ডিত ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

দণ্ডিত ব্যক্তির নাম শাহআলম (৩৫)। তিনি কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে। রায় ঘোষণার পর তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান বাংলানিউজকে জানান, দণ্ডিত শাহআলম লাইসেন্স না নিয়ে কালিহাতী উপজেলা সদরে অবৈধভাবে এসিড ব্যবসা করতেন। পুলিশ গত বছরের ১৪ অক্টোবর তার দোকান থেকে ৪০ লিটার এসিড জব্দ এবং তাকে গ্রেপ্তার করে। পরে ওইদিনই কালিহাতী থানার উপ পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।