ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালাল বিমানবন্দর থেকে পিস্তল-গুলিসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
শাহজালাল বিমানবন্দর থেকে পিস্তল-গুলিসহ যাত্রী আটক পিস্তল ও গুলিসহ আটক হাসান আলী। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসান আলী নামে এক যাত্রীকে বিদেশি পিস্তল-গুলিসহ আটক করেছে কাস্টম হাউস।

শনিবার (৯ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।  

কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন।

পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তল্লাশির একপর্যায়ে তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকায় আগত তার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী হাসান আলীকে তল্লাশি করে তার লাগেজ থেকে একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড জব্দ করা হয়।  

কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গুলি-পিস্তলের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।