ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গৃহবধূ খুন, স্বামী গুরুতর জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, নভেম্বর ৩, ২০১৯
গাজীপুরে গৃহবধূ খুন, স্বামী গুরুতর জখম প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরে রিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে খুন ও তার স্বামী সিদ্দিক মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

রোববার (৩ নভেম্বর) সকালে সিটি করপোরেশনের সদর থানাধীন বিলাসপুর নিয়ামত সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।  

জিএমপি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে সিদ্দিক ও তার স্ত্রী রিনা বাসায় ছিলেন।

এসময় দুর্বৃত্তরা রিনাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ও সিদ্দিককে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন। এছাড়া, তার স্বামী সিদ্দিকের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।  

তিনি আরও বলেন, কারা কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯।
আরএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।