ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অসাম্প্রদায়িক রাজনীতির ভিত রচনা করেছিলেন মহাত্মা গান্ধী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
অসাম্প্রদায়িক রাজনীতির ভিত রচনা করেছিলেন মহাত্মা গান্ধী

ঢাকা: উন্নয়নের দৃষ্টিভঙ্গীতে মহাত্মা গান্ধী প্রাসঙ্গিকতা আজও বিদ্যমান। বৈশ্বিক জাতিসত্তার আদর্শিক ভিত্তি তিনি। ভারত উপমহাদেশে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ রাজনীতির ভিত রচনা করেছিলেন মহাত্মা। মানবাধিকারের আন্দোলনকে এগিয়ে নিতে হলে তাঁর সমাজ দর্শনের আলোকে এগিয়ে নেয়ার আজ সময় এসেছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠন কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

বৈশ্বিক টেকসই উন্নয়ন কর্মসূচীকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গান্ধীজীর উন্নয়ন চিন্তাকে ভিত্তি হিসেবে ধরা হচ্ছে বলে উল্লেখ করে ড. দেবপ্রিয় বলেন, দারিদ্রতা হচ্ছে সবচেয়ে বড় সহিংসতা এর বহুমাত্রিকতা রয়েছে।

মানুষের বৈচিত্র্যকে স্বীকার করে তাকে পিছনে রেখে উন্নয়ন এগিয়ে নিলে টেকসই উন্নয়ন হবে না। এ ধারণা সর্বপ্রথম মহাত্মা গান্ধী দিয়েছিলেন বলে বৈশ্বিক পরিত্রাতা হিসেবে জাতিসংঘ তাঁকে স্বীকৃতি দিয়েছে।

ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ড. অরুণ গোস্বামী। আলোচনায় অংশ নেন নির্মল রোজারিও, ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু। স্বাগত বক্তব্য দেন এ্যাড. রাণা দাশগুপ্ত। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাণতোষ আচার্য। এছাড়া  তেজগাঁও সম্মিলিত গানের দল এতে সঙ্গীত পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৯
টিআর/এমএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।