ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

জলবায়ু সংকট মোকাবিলায় শেরপুরে বৃক্ষরোপণ-বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, অক্টোবর ৩১, ২০১৯
জলবায়ু সংকট মোকাবিলায় শেরপুরে বৃক্ষরোপণ-বিতরণ

শেরপুর: ‘সবুজ আন্দোলন’ শেরপুর জেলা শাখার উদ্যোগে জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ‘সবুজ আন্দোলন’ গবেষণা সেলের ফেলো মোবাইল গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

সভাপতিত্ব করেন ‘সবুজ আন্দোলন’ শেরপুর জেলা শাখার আহ্বায়ক সজীব চৌধুরী। আরো উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক, ফৌজিয়া মতিন স্কুলের অধ্যক্ষ সাদি মোহাম্মদসহ স্থানীয় এলাকাবাসী ও সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সময়ে বিশ্ব জলবায়ু সংকট মানবজীবনের জন্য হুমকি স্বরূপ। এ মুহূর্তে বাংলাদেশ জলবায়ু সংকটের জন্য দায়ী না হলেও ভুক্তভোগী দেশগুলোর মধ্যে অন্যতম। পরিবেশ যাতে দূষিত না হয় তার জন্য সরকারের নেওয়া পদক্ষেপের দিকে তাকিয়ে না থেকে নিজেদেরই তা মোকাবিলা করতে হবে।

তিনি আরো বলেন, আসুন আমার নিজেরা বাঁচি এবং আগামী প্রজন্মকে রক্ষা করার ব্যবস্থা করে যাই। সেই সঙ্গে দায়ী রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।