ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র নারায়ণগঞ্জে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, অক্টোবর ২৯, ২০১৯
কিশোরগঞ্জের নিখোঁজ স্কুলছাত্র নারায়ণগঞ্জে উদ্ধার

নারায়ণগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সজিবকে (১৩) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বন্দরবাজার জামে মসজিদের সামনে থেকে সজিবকে উদ্ধার করে থানায় সোপর্দ করে স্থানীয়রা।  

উদ্ধার সজিব জানায়, রোববার বিকেলে মা-বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে যায় সে।

বর্তমানে সে কোথায় তা তার জানা নেই।  

সজিব ভৈরবের দক্ষিন কালিকা প্রসাদ এলাকার দিনমজুর লাল মিয়ার ছেলে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, সোমবার দুপুরে পথচারীরা ছেলেটিকে থানায় আনার পর আমরা তার নাম ও পরিচয় শনাক্ত করি। তাকে বাবা-মার কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।