ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জ-মাগুরায় নতুন ডিসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, অক্টোবর ২৩, ২০১৯
হবিগঞ্জ-মাগুরায় নতুন ডিসি জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা: হবিগঞ্জ ও মাগুরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সংস্কৃতি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের (উপসচিব) দায়িত্ব চালিয়ে আসা মো. কামরুল হাসানকে হবিগঞ্জ ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব আশরাফুল আলমকে মাগুরার ডিসি নিয়োগ দিয়ে বুধবার (২৩ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন।

অপর আদেশে হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবির মুরাদকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক এবং মাগুরার ডিসি মো. আলী আকবরকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এমআইএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।