ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বরিশালে বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, অক্টোবর ১৯, ২০১৯
বরিশালে বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশাল শহরতলী চরবাড়িয়া এলাকায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে রনি (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর তীর সংলগ্নে বিদ্যুতের টাওয়ারে এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রনি নাটরের লালপুর এলাকার বাসিন্দা। তিনি চরবাড়িয়ায় জাতীয় গ্রিডের বৈদ্যুতিক তার সঞ্চালনের জন্য নির্মাণাধীন একটি টাওয়ারে কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত টাওয়ারের (৩শ ফিটের মতো) ওপর থেকে পা পিছলে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।