ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনারগাঁয়ে মেশিনে ওড়না পেঁচিয়ে পোশাককর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, অক্টোবর ১৯, ২০১৯
সোনারগাঁয়ে মেশিনে ওড়না পেঁচিয়ে পোশাককর্মী নিহত

নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে রোলার মেশিনে ওড়না ও চুল পেঁচিয়ে রিতা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) মেঘনা শিল্প এলাকার এমএম নামে একটি গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, রোলার মেশিনের হেলপার রিতা আক্তার অন্য দিনের মতো শুক্রবারও কাজ করছিলেন। অসাবধানতাবশত রোলার মেশিনের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওড়না মেশিনে ঢুকে যায়। এসময় তিনি মেশিনে আঘাতপ্রাপ্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নিহত নারী রংপুর জেলার কাউনিয়া উপজেলার পঞ্চগরম গ্রামের রিয়াজউদ্দিনের মেয়ে। তিনি মেঘনা শিল্পনগরী এলাকায় সপরিবারে বসবাস করতেন।  

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) জুবায়ের মৃধা জানান, শ্রমিক মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবে না মর্মে পরিবার মরদেহ নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে ওই কারখানার বিষয়ে কোনো অভিযোগ নেই।  

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ