ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ৩ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, অক্টোবর ১৭, ২০১৯
সাতক্ষীরায় ৩ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক 

সাতক্ষীরা: সাতক্ষীরায় তিন কেজি গাঁজাসহ লাবলু বদ্দী (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

লাবলু সাতক্ষীরা সদর উপজেলার বাইডা কাজীপাড়ার মোনতাজ বদ্দীর ছেলে।

র‌্যাব-৬  সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর শামীম সরকার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ লাবলুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।