ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

পেটের ভেতরে নিয়ে ইয়াবা পাচার, নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, অক্টোবর ১২, ২০১৯
পেটের ভেতরে নিয়ে ইয়াবা পাচার, নারী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে বিশেষ পদ্ধতিতে পেটের ভেতরে পুটলি বানিয়ে ইয়াবা পাচারকালে আয়শা সিদ্দিকা (২৮) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি)। আটক নারী কক্সবাজারের টেকনাফ উপজেলার হুয়াইকং এলাকার বাসিন্দা।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক নারী পেটের ভেতরে ইয়াবা নিয়ে পাচার করছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহরের দিঘারকান্দা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় দিঘারাকান্দা বাইপাস মোড়ের রেজা সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে ওই নারী মাদক বিক্রেতাকে হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
একে/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।