ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

পীরগঞ্জের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৪, অক্টোবর ১০, ২০১৯
পীরগঞ্জের সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রংপুরের পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার মো. শামসুজ্জামান সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি দায়ের করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলা নম্বর-৬। মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২৮ লাখ ২৯ হাজার ৬৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া এবং অর্জিত সম্পদের মধ্যে ২ কোটি ৮৭ হাজার ৪০১ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় আইন ২০০৪ এর ২৬ (২) ধারা ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করে দুদক।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।