ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে মাদকবিক্রেতার ১৪ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
না’গঞ্জে মাদকবিক্রেতার ১৪ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাবুল মাঝি (৪২) নামে এক মাদকবিক্রেতাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত বাবুল ফতুল্লার চিতাশাল এলাকার বাসিন্দা কাঞ্চন মাঝির ছেলে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বাংলানিউজকে জানান, নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর একটি দল ২০১৮ সালের ৩০ জুলাই ফতুল্লার চিতাশাল এলাকায় নূর মোহাম্মদের পঞ্চম তলা বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই হাজার ৬৭৫ পিস ইয়াবাসহ বাবুলকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের ডিএডি ওয়াহিদুজ্জামানের দায়ের করা মামলায় আদালত রায় সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

এর আগে বাবুল আদালত থেকে জামিনে বের হয়ে বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন।
 
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ