ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে অপহরণ মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
বরিশালে অপহরণ মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় জুয়েল উদ্দিন নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।  দণ্ডপ্রাপ্ত জুয়েল বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার মৃত মোতালেব উদ্দিনের ছেলে।



মামলা সূত্রে জানা যায়, মামলার বাদীর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন জুয়েল।  তার দেওয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৯ সালের ২২ ডিসেম্বর ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন জুয়েল। এ ঘটনায় ২০০৯ সালের ২৩ ডিসেম্বর জুয়েলের বিরুদ্ধে অপহরণের একটি মামলা দায়ের করেন স্কুলছাত্রীর বাবা। অপহরণের পাঁচ দিন পর ঢাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস ২০১০ সালের ২৮ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন। নয় জনের সাক্ষগ্রহণ শেষে আদলত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএস/কেএসডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।