ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১২, অক্টোবর ৯, ২০১৯
খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি শুরু খুলনার সড়কে ট্যাংকার

খুলনা: খুলনাসহ ১৫ জেলায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচিটি  শুরু করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।

বুধবার (০৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলবে বিকেল ৬টা পর্যন্ত। এই ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বাংলানিউজকে বলেন, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটা থানা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। পরবর্তীতে ওই মামলার চার্জশিটে দুইজন ট্যাংক-লরি শ্রমিককে আসামী করা হয়। এই মামলা প্রত্যাহারের দাবিতে তারা কর্মবিরতি করছেন।

এই কর্মবিরতিসহ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জ্বালানি তেল ব্যবসার সঙ্গে যুক্ত মালিক ও শ্রমিকদের চারটি সংগঠন।

এদিকে, পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমআরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।