ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে দশমীর ‘বিজয়া শোভাযাত্রা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
রাজধানীতে দশমীর ‘বিজয়া শোভাযাত্রা’ রাজধানীতে বিজয়া শোভাযাত্রা

ঢাকা: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের। এর মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দুর্গা। ফেলে রেখে যাবেন ভক্তদের আনন্দ আর বিজয়ার অশ্রু। এ উপলক্ষে শুভ বিজয়া দশমীতে ‘বিজয়া শোভাযাত্রা’ বের করা হয়।

মঙ্গলবার (০৮ অক্টোবর) রাজধানীর পলাশী মোড় থেকে বিকেল ৪টায় ‘বিজয়া শোভাযাত্রা’ বের হয়। শোভাযাত্রাটি নেওয়া হবে সদরঘাট নৌ-টার্মিনালে।

সেখানে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের।

এর আগে ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। শুভ বিজয়া দশমীতে ঢাকা মহানগরের অধিকাংশ পূজামণ্ডপের ভক্তরা প্রতিমা নিয়ে পলাশী মোড়ে এসে জড়ো হন। প্রতিমা নিয়ে পলাশী মোড়ে কেন্দ্রীয় বিজয়া শোভাযাত্রায় যোগ দেন তারা। শোভাযাত্রা বাহাদুর শাহ পার্ক হয়ে সদরঘাট নৌ-টার্মিনালে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ ধর্মীয় উৎসব।

শোভাযাত্রা শুরুর আগে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, দেশ-বিদেশে শুভ-অশুভ শক্তি রয়েছে। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় হয়েছে। দেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উৎসবে এসেছেন, এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই। সবার মঙ্গল কামনা করেছি মায়ের কাছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯ 
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।