ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, অক্টোবর ১, ২০১৯
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজমুল হোসেন হাওলাদার (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) উপজেলার শ্রীরামকাঠীর রামকৃষ্ণ মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।  

নিহত নাজমুল উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বুইচাকাঠী গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।

তিনি উপজেলার শ্রীরামাকাঠী ইউনিয়নের ভীমকাঠীতে স্থায়ীভাবে বসবাস করতেন।  

নিহতের চাচা বাদশা হাওলাদার বলেন, সকালে নাজমুল শ্রমিক নেতা শংকর মৈত্রর অধীনে শ্রীরামকাঠী বন্দরের হরি কর্মকারের ঘরে কাজ করতে যায়। সকাল সাড়ে ১০টার দিকে শংকর তাকে রামকৃষ্ণ মন্দিরের সামনের শ্যামল মাস্টারের বাড়ির ছাদে থাকা কাঠ আনতে বলেন। নাজমুল কাঠ আনতে গেলে ওই বাড়ির ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের প্রধান তারে স্পর্শ লাগলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

প্রত্যক্ষদর্শী বিবেক ব্যাপারী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তার চিৎকার শুনে আমি ও কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. রতন কুমার ঢালী জানান, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।