ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

রূপসার সংগ্রাম হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, সেপ্টেম্বর ২৯, ২০১৯
রূপসার সংগ্রাম হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

খুলনা: খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামের ব্রাইট সি ফুডসের কম্পিউটার অপারেটর সারজিল ইসলাম সংগ্রাম (২৮) হত্যা মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা মামলার নথি বুঝে নেন।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাগমারা গ্রাম থেকে আটক সন্দেহভাজন দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কিশোর গ্যাংয়ের সদস্যরা রূপসা উপজেলার বাগমারা গ্রামে ব্রাইট সি ফুডসের সামনে সংগ্রামকে কুপিয়ে হত্যা করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শনিবার জিজ্ঞাসাবাদের জন্য বাগমারা গ্রাম থেকে আদম শেখ ও কহিনুর বেগম নামের দুই জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার তদন্তভার জেলা গোয়েন্দা বিভাগে হস্তান্তরের নির্দেশ দেওয়ায় নথিও তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিউল আলম জানান, ঘটনার দিন রাতে নিহতের মা লিলি বেগম বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ২১, তাং-২৬/০৯/১৯। ধারা ৩০২/৩৪। এজাহারভুক্ত আসামিরা হলেন- রাহাত, সাজু, অমিত, সোহেল, ইব্রাহিম ও সিরাজ। এরা খুলনা মহানগরী ও রূপসার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।