ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফেনীতে শেষ মুহূর্তে প্রতিমায় তুলির আঁচড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
ফেনীতে শেষ মুহূর্তে প্রতিমায় তুলির আঁচড়

ফেনী: দেবীপক্ষের ক্ষণগণনা অনুযায়ী আগামী ৪ অক্টোবর ষষ্ঠী। শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ। ওইদিন থেকে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

এটি বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এ উপলক্ষে জেলার বিভিন্ন অঞ্চলের পূজামণ্ডপসমূহে সাজ সাজ রব।

শেষ মুহূর্তে প্রতিমায় তুলির আঁচড় দিচ্ছেন মৃৎশিল্পীরা।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বাঁশপাড়া পূজামণ্ডপে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বাঁশপাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ দে জানান, উৎসবকে সার্বজনীন ও আকর্ষণীয় করার জন্য সব চেষ্টাই করা হচ্ছে। এ বছর তাদের বাজেট ১৪ লাখ টাকা।  

তিনি জানান, তার জানা মতে, জেলায় এটাই সবচেয়ে বেশি বাজেটের পূজা। দীর্ঘদিন থেকে তারা সেখানে পূজা করে আসছেন।

জানতে চাইলে ওই মণ্ডপের প্রতিমার কারিগর ও মাগুরার অধিবাসী উজ্জ্বল বিশ্বাস গুরু জানান, তাদের প্রতিমা তৈরির মজুরি তিন লাখ টাকা। তার চারজন সহকারী রয়েছেন। প্রথম ১৪ দিন কেটেছে মাটির কাজসহ প্রতিমা তৈরিতে। রং-তুলির কাজ চলছে তিন দিন ধরে। বিকেলের মধ্যে কাজ শেষ হবে বলে তিনি আশা করেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানান, মা দুর্গা অসুর দলনীরূপে সামাজিক অপরাধীদের দমন করবে। তাই দেবী দুর্গার আরাধনার পাশাপাশি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে নানাভাবে কথা বলা হবে। থাকবে নানা কর্মসূচি।

তিনি জানান, এ বছর জেলার ৬টি উপজেলায় ১৪০টি পূজামণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। এছাড়া ঘট পূজারও আয়োজন রয়েছে। তিনি দলমত, ধর্ম, নির্বিশেষে সবাইকে পূজা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে, জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সার্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।