ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

সত্যপ্রিয়কে মহাথেরকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
সত্যপ্রিয়কে মহাথেরকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরকে দেখতে গেছেন সড়ক পরিবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএসএমএমইউ হাসপাতালে তাকে দেখতে যান। এ সময় তার চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি।

পাশাপাশি সত্যপ্রিয় মহাথেরের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  

তিনি বলেন, বিদেশে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ সত্যপ্রিয় মহাথেরের চিকিৎসার নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

গত ২০ সেপ্টেম্বর সত্যপ্রিয় মহাথেরকে বিএসএমএমইউ হাতপাতালে ভর্তি করা হয়।  

এদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার সংসদ সদস্য ইউনুস আলীকেও দেখতে গেছেন ওবায়দুল কাদের। এ সময় তিনি ইউনুস আলীর চিকিৎসারও খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।