ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে নিখোঁজ ২ শিক্ষার্থী উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ময়মনসিংহে নিখোঁজ ২ শিক্ষার্থী উদ্ধার উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী।

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দু’শিক্ষার্থীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

উদ্ধার হওয়া দু’শিক্ষার্থী হলেন- ঈশ্বরগঞ্জের বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রোমান এবং ঈশ্বরগঞ্জ চরনিকলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইয়াসিন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে গাজীপুরের জয়দেবপুর থেকে তাদের উদ্ধার করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার হওয়া দু’শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে তুলে দেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে স্বেচ্ছায় আত্মগোপনে যায় ওই দু’শিক্ষার্থী। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করলে উদ্ধার অভিযানে নামে ডিবি পুলিশের একটি দল। পরে মঙ্গলবার রাতে জয়দেবপুর শিববাড়ি মোড়ের একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দু’শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ডিবির ওসি জানান, মা-বাবার শাসনের কারণে তারা দু’জনে মিলে বাড়ি থেকে পালিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।