ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

ঈশ্বরদীতে রিভলবারসহ ২ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, সেপ্টেম্বর ২৪, ২০১৯
ঈশ্বরদীতে রিভলবারসহ ২ যুবক আটক

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া এলাকা থেকে রিভলবারসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে তাকে আটক করা হয়।

আটক দুই যুবক হলেন- একই ইউনিয়নের গড়গড়ি গ্রামের ওমর আলী প্রামাণিক ওরফে গেদু হাজির ছেলে হাফিজুর রহমান (৩২) ও পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আবু জাফর প্রাংয়ের ছেলে জাহিদ হাসান (৩৫)।                     

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাওসার আলী মোল্লা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে আওতাপাড়া বাজারের সামনে মোটরসাইকেল থামিয়ে অস্ত্র বেচা-কেনা করার সময় ওই দুই যুবককে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় তৈরি রিভলবার।
পরে আটকদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।