ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোম্পানীগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান, শ্যালো মেশিন ধ্বংস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কোম্পানীগঞ্জ পাথর কোয়ারিতে অভিযান, শ্যালো মেশিন ধ্বংস

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে ১৩টি বোমা মেশিন ও ১৫টি শ্যালো মেশিন ধ্বংস করেছে অভিযানকারী দল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পাথর কোয়ারি শাহ আরেফিন টিলায় বিজিবি ও পুলিশের সহায়তায় টাস্কফোর্সের অভিযানে এসব মেশিন ধ্বংস করা হয়।
 
স্থানীয় সূত্র জানা যায়, শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনের সময় কোয়ারিতে প্রাণ হারিয়েছেন অনেকে।

এরপর পাথর উত্তোলনে ব্যবহার করা হয় পরিবেশ বিধ্বংসী বোমা ও শ্যালো মেশিন। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিজেন ব্যানার্জি বাংলানিউজকে বলেন, পরিবেশ রক্ষায়  টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে কোটি টাকার বোমা মেশিন ও শ্যালো মেশিন ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।