ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, সেপ্টেম্বর ২১, ২০১৯
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর কামলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত পরিচয়ে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ৫ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।  

স্টেশনে থাকা পথশিশু হৃদয় বাংলানিউজকে জানায়, একটি ট্রেন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে ইঞ্জিন ঘুরাচ্ছিলো।

ওই ইঞ্জিনের ওপর বসেছিলো ওই কিশোর। ইঞ্জিন থেকে নামার সময় হঠাৎ সে চাকার নিচে পড়ে যায়।  

এতে কাটা পড়ে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন, জানান, নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।