ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে জেএসএস সংস্কারের ২ কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
বাঘাইছড়িতে জেএসএস সংস্কারের ২ কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস সংস্কার) দুই কর্মী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন-রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।

স্থানীয় জানায়, উপজেলার মরিশ্যা ইউনিয়নের নবছড়া দুর্গম এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন রিপেল ও বর্ষণ। এসময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (  ইউপিডিএফ) কয়েকজন কর্মী এসে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুর আলম  ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থল খুবই দুর্গম। মরদেহগুলো উদ্ধারের জন্য যৌথবাহিনী নিয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।